Daily News BD Online

“কুইন বীস্‌” -এর ঈদ রিউনিয়ন পার্টি অনুষ্ঠিত”


নিউ ইয়র্কের আগ্রা পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল কুইন্স বীস ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান। উত্তর আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘কুইন্স বীস’। নিউইয়র্ক সহ বিভিন্ন স্ট্যাট থেকে গ্রুপের সদস্যরা আগ্রা পার্টি সেন্টারে আসতে শুরু করে যা ছিল সত্যিই লক্ষনীয়। গ্রুপের এ্যাডমিন রুমা আহমেদ এবং অনিকা তাসনিম। তাদের একান্ত প্রচেষ্টা বছরের বিভিন্ন সময়ে গ্রুপের সদস্যদের একত্রিত করে নিজেদের মধ্য আনন্দ ফুর্তি ভাগ করে নেয়াই হল কুইন্স বীস্ গ্রুপের মুল লক্ষ। এ প্রসঙ্গে এ্যাডমিন রুমা আহমেদ বলেন, আমরা সবাই সারা বছর খুবই ব্যাস্ত সময় অতিবাহিত করি। সেই জন্য সবাই মিলে একত্রিত হওয়াটা খুবই কষ্টসাধ্য। আমাদের ছোট প্রয়াসে অল্পের জন্য হলেও আমরা নিজেদের মধ্য আনন্দ-ফুর্তি ভাগাভাগি করে নিতে পারছি। বিকাল ৭.৩০ মিনিটে অনুষ্ঠানটির উদ্বোধন করেন গ্রুপ এ্যাডমিন সহ অতিথি বৃন্দরা। তারপর পরই এপিষ্টাইজার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ড্যান্স পরিবেশন করেন দিনা এবং নিমা। এ ছাড়াও কাপল ড্যান্স পরিবেশন করেন শান্তা নুপুর এবং নয়ন হোসেন।
সব থেকে বেশি লাইক, কমেন্ট পেয়ে কাপল কনটেস্ট জিতে নেন প্রথম পুরুষকার আতিকা বাতুন দম্পতি, তারিন হোসাইন, ফারিযা চৌধুরী এবং পলি রহমান। তাছাড়াও শিশুদের জন্য আয়োজন করা হয় ক্লাউন শো। বাচ্চাদের বিভিন্ন রকম খেলা এবং ম্যাজিক শো দেখিয়ে সারাক্ষণ মাতিয়ে রাখেন ক্লাউন শোর দুই সদস্য। এ প্রসঙ্গে এ্যাডমিন আনিকা তাসনিম বলেন, ছোট বাচ্ছারা যেন এদিক সেদিক ঘুরাঘুরি না করে তারা একটা মজার পরিবেশ পায় তাদের মত করে সেই জন্য আমরা সব সময় সচেতন থাকি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস  বাংলাদেশ চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জনাব লিটন আহমেদ। তাঁর বক্তব্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করার বিশাল সম্বনা আছে , গ্রুপ এডমিনদের এসব বিষয় কাজ করার আহ্বান জানান ,সবাইকে ধন্যবাদ জানান , বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাট্যনী মইন চোধুরী , সায়েম আহমেদ , ইকবাল আহমেদ , সহ অন্যরা , কুইন্স বীস’ আগামী ২৫ জুন তাজমল পাটি হলে ঈদ মেলা আয়োজন করবে কুইন্স বীস, এমনটাই জানালেন গ্রুপ এডমিন রুমা আহমেদ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন