ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
'সবুজ ব্রাহ্মণপাড়া গড়তে আসুন গাছ লাগাই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের বিভিন্ন সড়কের পাশে ১০০০ গাছের চারা রোপনের মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়া ওই এলাকার গর্ভবতী মায়েদের প্রত্যেকের মাঝে দুটি করে গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির শুভ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। সভাপতিত্ব করেন সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হোসেন চৌধুরী। সঞ্চালনা করেন স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন (মেম্বার)। এসময় বিশিষ্ট সমাজসেবক ময়নাল হোসেন, ফজলুল হক মাস্টার প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবক কর্মীরা উপস্থিত ছিলেন।
Tags
বাংলাদেশ