Daily News BD Online

মুরাদনগরে সবজি বাগান নিয়ে এ কেমন শত্রুতা !


মুরাদনগর প্রতিনিধি :

কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়া কান্দা গ্রামে সবজি বাগানে ভাংচুর চালিয়ে  নষ্ট করার অভিযোগে  থানায় মামলা দায়ের করেন উক্ত গ্রামের মোঃ মফিজ উদ্দীনের ছেলে মোঃ তুষার ইসলাম বাবু। 

থানার অভিযোগ সূত্রে জানা যায় যে, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বাখরাবাদ মৌজার বি এস চুড়ান্ত ১৬৮৩ নং খতিয়ান ভূক্ত, আর এস ৩৩২ দাগ, বি এস ৫৬৭দাগে নাল ৩৮ শতক ভূমি পিতার কাছ  থেকে দান পত্র মুলে মালিক দখলদার হয়ে বিভিন্ন ফসলাদি (সবজি) লাগিয়ে ভোগ দখল করে আসছি। 

গত  ১০ নভেম্বর  অভিযুক্ত উক্ত গ্রামের মৃত ফৈজউদ্দিনের ছেলে মোঃ  শাহআলম ও মোঃ শামীম, মোঃ শাহআলমের স্ত্রী আইরিন আক্তার সোনিয়া, কতেক অজ্ঞাত নামা ৫/৬ জন সন্ত্রাসী নিয়ে তফসিল ভুক্ত জমিতে অনাধিকার ভাবে প্রবেশ করে আমার লাগানো ফসলাদি ৩ নং অভিযুক্ত আইরিন আক্তারের নির্দেশে সবজি বাগান টি তুলে নষ্ট করে ফেলে, যার ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা। 

 প্রকাশ থাকে যে,তফসিল ভুক্ত ভূমি উক্ত আইরিন আক্তার সোনিয়া স্বত্ববিহীন ৩য় ব্যক্তি হতে একটি ভূয়া দলিল সৃজন করলে আমি উক্ত ভূয়া দলিলটি বাতিলের জন্য বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মুরাদনগর আদালতে মামলা রুজু করি। 

বিজ্ঞ আদালত আইরিন আক্তার সোনিয়ার বিরুদ্ধে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন, যা এখনো বলবৎ আছে।

এ বিষয়ে প্রধান অভিযুক্ত মোঃ শাহআলম বলেন, আমি ক্রয় সূত্রে এই জমির মালিক, আমার জমির ধইন্চা (এক ধরনের লাকরি) এরা জোর করে নিয়ে যাচ্ছে, গত কিছুদিন পূর্বে মুরাদনগর এসিলেন্ড অফিসে এদেরকে ডেকেছিল, এরা যায়নি। 

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন