ফুলবাড়ীতে অটো রিক্সা চুরি মামলায় গ্রেফতার ৫


আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে পৌর ছাত্রদলের সদস্য সচিব কাশেম পাপ্পু(৩০)সহ অটো রিক্সা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সেইসাথে চোরাই অটোরিক্সার বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

শুক্রবার (৯মে) বিকেলে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।

এর আগে বৃহস্পতিবার ( ৮ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাশেদ হোসেন ওরফে রাসেল (৩৫) পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের মন্টু মিঞার ছেলে, কাশেম পাপ্পু (৩০) তেঁতুরিয়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি পৌর ছাত্রদলের সদস্য সচিব। মোঃ সেলিম (৩১) বারোকোনা গ্রামের জবেদুল ইসলাম এর ছেলে, রফিকুল ইসলাম (২৬) তেঁতুলিয়া দক্ষিণ পাড়া গ্রামের আমিনুল ইসলাম এর ছেলে এবং সামিউল আলম রতন (৪২) নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনিসুর রহমান এর ছেলে।

বিষয়টি নিয়ে কথা বললে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান বলেন, দলীয় ভাবমুর্তি নষ্ট করে দলের পরিচয় বহন করে যদি কেউ অপরাধমুলক কাজ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ব্যাক্তি কারো জন্য দলের সুনাম নষ্ট হবে এটা হতে পারেনা। কাশেম পাপ্পু যে কাজ করেছে তার বিষয়টি আমি জেনেছি। বিষয়টি জেলা সভাপতি ও সম্পাদক আবগত রয়েছেন। দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যাবস্থা নেয়া হবে।

ফুলবাড়ী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, গত ৪ মে পৌর এলাকার কাটাবাড়ি বাংলা স্কুলের সামনে থেকে অটোরিক্সা চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বিরামপুর উপজেলার দক্ষিণ শাহাবাজপুর গ্রামের মজিবর রহমান এর ছেলে শাহিন রানা ৬জনের নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় একটি চুরি মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর (৫)। তাদেরকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মামলার সুত্রধরে বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ইজিবাইকের ৬ টি ব্যাটারী, একটি মোটর, একটি চার্জার, দুইটি কন্ট্রোলার, একটি লোহার শকাপ, একটি টায়ারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে। তাদের বিরুদ্ধে ইতিপুর্বে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক আনেক অভিযোগ রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন