ফুলবাড়ীতে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভায় দুর্নীতিবিরোধী বার্তা

 


আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সকাল থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার উপজেলা চত্বরে ফিরে আসে। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। অংশগ্রহণকারীরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং ব্যানার–পোস্টারে দুর্নীতিবিরোধী নানা বার্তা প্রদর্শন করেন।

মানববন্ধন শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো. নজমুল হক। সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম আনসারী।

আলোচকেরা বলেন, দুর্নীতি দমনে প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজ ও শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যের বাস্তবায়নেই গড়ে উঠবে আগামীর সৎ ও স্বচ্ছ বাংলাদেশ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেন এবং সচেতনতা তৈরিতে অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন