Daily News BD Online

শ্রীপুরে যুব মহিলা লীগের ইফতার সামগ্রী বিতরণ


সুমন গাজী (গাজীপুর) :
গাজীপুরের -৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজাবাড়ী ইউনিয়ন যুব মহিলা লীগের উদ্যোগে গ্রামের খেটে খাওয়া গরীব অসহায় মানুষের মাঝে  ঈদ উপহার সমগ্রী শাড়ী, কাপড়, লুঙ্গি বিতরণ করা হয়েছে। সকালে রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের পার্টি অফিসে রাজাবাড়ী ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি সামসুন্নাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তারুজ্জামান পলান, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান উদ্দিন আহমেদ, রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগ নেতা বেলায়েত হোসেন সহ ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা। গ্রামের অসহায় খেটে খাওয়া  মানুষ এমপি সবুজের পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে অনেক খুশি। উপহার হাতে পেয়ে এমপি সবুজসহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন