Daily News BD Online

বাউফলে গ‍্যাস বিস্ফোরণে নিহত ১ আহত ৪


বাউফল প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলের কালাইয়া লঞ্চঘাট এলাকার খান বরফ কলে গ্যাস দগ্ধ হয়ে মো. রাসেল খান (৩৭) নিহত হয়েছেন। গ্যাসের তীব্র তাপে আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বরফ কলের চারজন শ্রমিক।
মঙ্গলবার (২৫ এপ্রিল) উপজেলার কালাইয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায়  দিবাগত রাত সারে ১১ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলেই নিহত হয়, মো. রাসেল খান (৩৭)। আহত হয়েছেন- প্রেমানন্দ দাস (৫৫), কৃষ্ণ রাণী ( ৪০), মো. ইব্রাহিম (২৯) ও মো. আফজাল (৫০)। তাদের বাউফল হাসপাতালে প্রাথমিক চিকিৎস্যা দিয়ে শেবাচিমে প্রেরণ করা হয়েছে। নিহত রাসেল কৃষক লীগ পটুয়াখালী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টুর  ছোট ভাই।
আহত শ্রমিকরা জানান, ঘটনার কিছু সময় পূর্বে মেশিনে ত্রুটি দেখা দেয়। কারিগরি ত্রুটির সমাধান শেষে  আইস মেইকিং মেশিন চালু করলেই বিকট শব্দ হয়। এরপরেই গোটা রুমে গ্যাস ছড়িয়ে পড়ে। শ্রমিকরা দৌড়ে বাইরে চলে আসলেও বরফ কলের সহকারী পরিচালক রাসেল ওই রুমে আটকা পড়ে যায়। এরপরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে পৌঁছালেও গ্যাসের তীব্রতার ফলে তাদের উদ্ধার কাজ কিছুটা বিলম্ব হয়। প্রায় আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিসের দশমিনা টিম যুক্ত হয়ে যৌথ ভাবে সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বাউফল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জানান, 'এটা এমন এক ধরনের গ্যাস যা হাওয়ায় ছড়িয়ে পড়লে খুব উত্তপ্ত হয় এবং পরবর্তীতে একদম শীতল হয়ে যায় পুরো স্থান। বরফ উৎপাদনের যন্ত্রে এই গ্যাস ব্যবহার করা হয়। প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয় নি। সিলিন্ডারের সাপ্লাই স্থানে লিকেজ হয়ে ফেটে গেছে, ফেটে যাওয়ার ফলে বিকট শব্দ হয়। আমরা ঘটনাস্থল তদন্ত করে প্রাথমিক ভাবে এমনটাই ধারণা করছি। নিহত ব্যাক্তি হয়তো সিলিন্ডারের বেশি কাছে ছিলো তাই গ্যাসের তীব্র তাপে তিনি দগ্ধ হন। '
এদিকে নিহতের স্বজনদের আহাজারিতে শোকে ভাড়ি হয়ে ওঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন