আবু রায়হান, স্টাফ রিপোর্টার :
৪১ হাজার মেট্রিক টন পাথর নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ ‘এমভি সোল’। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সাইপ্রাসের পতাকাবাহী এ জাহাজটি ইনার অ্যাংকোরেজে নোঙর করে। পায়রা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (১৫ এপ্রিল) ১৩ মিটার গভীরতার এ জাহাজটি আরপিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে বন্দরের আউটারেজে পৌঁছায়। পরে লাইটারের মাধ্যমে কিছু পাথর খালাস করে আরপিসিএল কর্তৃপক্ষ।
বর্তমানে ১০.৩০ মিটার গভীরতা নিয়ে এ জাহাজটি ইনার অ্যাংকোরেজে প্রবেশ করায় আরেক নতুন ইতিহাস গড়লো পায়রা বন্দর। এর আগে বন্দরের ইনার অ্যাংকোরেজে ভিড়েছে ১০.২০ মিটার গভীরতার জাহাজ।
পায়রা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান বলেন, আজকের এ ভেসেল প্রবেশের মধ্যে দিয়ে পায়রা বন্দর নতুন রেকর্ড গড়লো। অদূর ভবিষ্যতে আমরা ক্লিঙ্কার, সিমেন্ট, খাদ্যশস্য ইত্যাদি পণ্য সম্ভার পরিচালনা করতে পারবো।
Tags
বাংলাদেশ