মোঃ হানিফ মিয়া, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর রাঙ্গাবালীতে হতদরিদ্র এক কৃষকের ৬ বিঘা জমির ধান কেটে দিয়েছে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্রলীগের প্রায় ২০-২৫ জন নেতাকর্মী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের হরীদ্রাখালী গ্রামের হতদরিদ্র কৃষক মো. হাসান এর ৬ বিঘা জমির ধান কেটে দেন। এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াদ মৃধার এর নেতৃত্বে প্রায় ২০-২৫ জন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কৃষক মো. হাসান জানান, প্রায় এক সপ্তাহ আগে তার ধান পেকে যায়। শ্রমিক সংকটের কারনে তিনি ধান কাটতে পারছিলেন না। বিষয়টি ছাত্রলীগের কর্মীরা জেনে তার ধান কেটে দেন। বিপদের দিনে এ সহায়তা পেয়ে হতবাক কৃষক। এ ঘটনা প্রশংসা পেয়েছে স্থানীয়দের।
Tags
বাংলাদেশ