পহেলা বৈশাখ -গোলাপ মাহমুদ সৌরভ


পহেলা বৈশাখ 
গোলাপ মাহমুদ সৌরভ 

এসো হে পহেলা বৈশাখ 
বসন্তের ফুটা ফুলে, 
পান্তা ইলিশের বৈশাখ তুমি 
হাসি প্রাণ খুলে। 

যাবো আমি রমনার বটমূলে 
নববর্ষের ঐ মেলা,
শিশুদের সাথে মিশে যাবো 
চরাক গাছের খেলা। 

এসো হে পহেলা বৈশাখ 
এসো একসাথে বলি,
পুরনো সব ভুলে গিয়ে 
নতুনের পথে চলি। 

এসো বৈশাখ এসো ফিরে 
ঝিঁঝি পোকার শব্দে, 
নতুন স্বপ্নের খোরাক তুমি 
কবি-র  নতুন ছন্দে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন