শামীম পারভেজ, গাইবান্ধা সংবাদদাতাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা উপহার হিসাবে বাংলাদেশের সকল পৌরসভা/ইউনিয়নের দুস্ত অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৩ উপলক্ষে ভিজিএফ ১০কেজি করে চাউল বিতরন কায্যকর্ম হাতে নিয়েছে তারেই ধারবাহিকতায় প্রতি বারের ন্যায় এবারো সুুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৩ হাজার ৮২ জন দুস্ত অসহায় লোকের মাঝে চাল বিতরন করা হয়,১৭-০৪-২০২৩খ্রি সকাল ১০ ঘটিকায় সুুন্দরগঞ্জ পৌর সভার মেয়র মো:আ:রশিদ রেজা সরকার ডাব্লু ভিজিএফ খাদ্যশস্য বিতরনের শুভ উদ্বোধন করেন এবং নিজে উপস্থিত থেকে সঠিক ভাবে যেন সবাই পায় সে দিকে লক্ষ রাখেন,মেয়র আ: রশিদ রেজা সরকার ডাব্লু বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনাকে ধন্যবাদ এমন ভালো উদ্দ্যোগ নেয়ার জন্য তিনি আরো জানান সুুন্দরগঞ্জ উপজেলা মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী মহোদয় কে ধন্যবাদ আমাকে সার্বিক সহযোগিতা করার জন্য,তিনি বলেন আমি যত দিন এই গুরু দায়িত্ব্যে থাকবো জনগনের সেবা করে যাবো আমার সাধ্য মত আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং যে কোন সমস্যায় আমার কাছে যে কেউ আসলে আমি তা সমাধানের চেষ্টা করব। এ সময় উপস্থিত ছিলেন সুুন্দরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো: সামিউল ইসলাম, কাউন্সিলর গন মো: মশিউর রহমান বিপ্লব,শ্রী দীপক কুমার বাবলু, মো: শাহীন প্রামাণিক, মো: হাবিবুর রহমান হাবীব, মো: মাজেদুর রহমান (রুনু)মো:মাহাবুর রহমান, মো: জামিউল ইসলাম (জমু)মো: লাভলু মিয়া সহ সংরিক্ষিত মহিলা সদস্য বৃন্দ।
Tags
বাংলাদেশ