Daily News BD Online

ইবির তিন সহকারী প্রক্টরকে পুনঃনিয়োগ


ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দায়িত্বরত তিন সহকারী প্রক্টরকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দিয়েছেন প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আগামী এক বছরের জন্য তাদেরকে এ পুনঃনিয়োগ দিয়েছেন।

রবিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে, নিয়োগপ্রাপ্তরা হলেন আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলম। গত ৭ ফেব্রুয়ারি তাদের মেয়াদ শেষ হওয়ায় ৮ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় মেয়াদে তাদের পুনরায় নিয়োগ দেওয়া হয়। এছাড়া অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তাঁরা বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন বলে রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে।

পুনরায় নিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টর শরিফুল ইসলাম বলেন, বিগত এক বছর আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এক্ষেত্রে সকলের সহযোগিতা পেয়েছি। এজন্য সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আবারো বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে এই দায়িত্ব দিয়েছে। এ দায়িত্ব সুচারুভাবে পালন করতে এবং প্রশাসনের আস্থার প্রতিদান দিতে সকলের সহযোগিতা কামনা করছি।

সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন বলেন, প্রশাসন যে আস্থা এবং বিশ্বাস রেখেছে আমার যতদিন দায়িত্ব আছে আমি সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করবো। আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো। দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন