কিশোরগঞ্জ
নিকলীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ
সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশে, কিশোরগঞ্জ জেলা
যুবলীগের সভাপতি পদপ্রার্থী বাছির উদ্দিন রিপনের নেতৃত্বে ধান কাটায় অংশ
নেন জেলা যুবলীগের সদস্য মাহফুজুর রহমান মাহফুজ, এড.স্বরমিন,কিশোরগঞ্জ সদর
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,জেলা যুবলীগ নেতা
দেলোয়ার,মাসুদ রানা,মোল্লা খাইরুল নোমানী,মোক্তার হোসেন মুক্তার,
নিকলী
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নিকলি সদর ইউনিয়নের বর্তমান
চেয়ারম্যান এবং নিকলী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী কারার
শাহরিয়ার আহমেদ তুলিপ,নিকলী উপজেলা যুবলীগ নেতা সবুজ , যুবলীগ নেতা হেলিম
মিয়া, যুবলীগ নেতা মোঃ শাওন ,যুবলীগ নেতা রেজওয়ান আহম্মেদ প্রমুখ।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২০ সদস্যের একটি দল নিকলী উপজেলা সদরের বিল্লাল মিয়া
নামের
এক কৃষকের দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। কৃষক বিল্লাল মিয়া
বলেন, “আমি গরিব মানুষ। অন্যের জমিতে বর্গা চাষ করেছি। ধান পেকে গেছে
কিন্তু দিন হাজিরায় ১৩০০ থেকে ১৪০০ টাকা দিয়েও মিলছে না শ্রমিক। যুবলীগের
নেতাকর্মীরা আমার ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছে।
“তারা আমার ধান কেটে না দিলে আমি বড়ধরনের লোকসানে পড়তাম। তাদের কাছে আমি কৃতজ্ঞ।”
Tags
বাংলাদেশ