স্টাফ রিপোর্টার সেলিম রেজা:
অদ্য ২৬ এপ্রিল ২০২৩ তারিখ আনুমানিক রাত ০৩টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ডিএমসি বিওপির একটি চৌকষ টহলদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪১/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আষারিয়াদহ ইউনিয়নের বারীনগর গ্রামে একটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০১ কেজি ভারতীয় হেরোইন ও ২৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে ``জিরো টলারেন্স নীতি’’ বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।৫৩ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
Tags
বাংলাদেশ