মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০টা থেকে সারাদেশের ন্যায় একযোগে ত্রিশালেও আবশ্যিক বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়।
এবারের এসএসসি, দাখিল ও এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় ত্রিশাল উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৩৫ জন। এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ৪ লাখ পাঁচশত ৯০ জন। দাখিলে মোট পরীক্ষার্থী ৯শত ৮৪ জন। এসএসসিতে (ভোকেশনাল) মোট পরীক্ষার্থী ৪ শত ৬১জন।
উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ জানান, এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে মোট ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকে সামনে রেখে পূর্ব থেকেই সতর্কাবস্থায় ছিল প্রশাসন। পরীক্ষাকে কেন্দ্র করে যেন কোন আপত্তিকর ঘটনা না ঘটে সে জন্য সার্বক্ষণিক নজরদারী করা হয়েছে।
Tags
বাংলাদেশ