দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে ব্যবসায়ী আব্দুল বাছিরের বাড়ীঘর,দোকান ভাংচুর ও সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও ন্যায় বিচার দাবীতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার তারাটিয়া গ্রামে নিজ বাড়ীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভোক্তভোগী পরিবারের ফুলেছা বেগম, এমডি বাছেদ মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের অভিযোগ,স্হানীয় প্রভাবশালী পাররামরামপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ফজলে রাব্বি জুয়েল জমি সংক্রান্ত বিরুধের আক্রোশে সম্প্রতি চাঁদা দাবী করে না পেয়ে তার দলবল নিয়ে ফুলেছা বেগমের জমি জবর দখলের পায়তারাসহ বসতবাড়ী ও দোকানে হামলা, লুটতরাজ, মারধর ও ভাংচুর করে ।
এই ঘটনায় ভোক্তভোগী ফুলেছা বেগম জামালপুর আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেছেন ।
উক্ত মামলার ন্যায় বিচার পেতে সংবাদ সম্মেলনে মাধ্যমে ভোক্তভোগী পরিবার প্রধান মন্ত্রীসহ আইন প্রয়োগকারী সংস্থার সুদৃষ্টি কামনা করেছেন।
Tags
বাংলাদেশ