মোল্লা তানিয়া ইসলাম তমা (তুরাগ) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে । মঙ্গলবার সকাল দশটায় নলভোগ ঈদগা মাঠ প্রাঙ্গণে প্রায় এক হাজার দুঃস্থ পরিবারের মাঝে চাল- ডাল, সেমাই, চিনি, শাড়ি, লুঙ্গী ইত্যাদি সামগ্রী বিতরন করা হয় । সাবেক হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও এলাকার দানবীরখ্যাত আলহাজ মোঃ কফিল উদ্দিন ( মেম্বর ) এর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা মোস্তফা মাতাব্বরের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিশেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তুরাগ থানা যুবলীগের আহ্বায়ক নিত্য চন্দ্র ঘোষ, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন ( সাবেক মেম্বর ), ৫৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ তৈয়্যবুর রহমান, মোঃ শফিকুল ইসলামসহ স্থানীয় আওয়ামী- ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ । এসময় প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এম পি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতকরা নির্মমভাবে হত্যার মধ্যে দিয়ে স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে দেন নাই । কিন্তু বর্তমানে তাঁর সুযোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে দিন রাত নিরলস ভাবে কাজ করে চলেছেন । আর আওয়ামী- ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশে দিন রাত কাজ করে যাচ্ছেন । প্রধানমন্ত্রী সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নির্দেশে আজ সারা দেশে নিন্ম আয়ের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দিচ্ছে ।
Tags
বাংলাদেশ