Daily News BD Online

প্রবীণ রাজনীতিক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য’র মৃত্যুতে বিএনপি মহাসচিব এর গভীর শোক প্রকাশ


নিউজ ডেস্ক :
প্রবীণ রাজনীতিক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য গতকাল ২৩ এপ্রিল ২০২৩ রবিবার রাত ১২টা ২৮ মিনিটে  রাজধানীর হেলথ্ এন্ড হোপ হাসপাতালে মৃত্যুবরণ করেন। পঙ্কজ ভট্টাচার্য এর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।


আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “পঙ্কজ ভট্টাচার্য বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সাথে জড়িত থেকে অন্যায়, অবিচারের বিরুদ্ধে এবং স্বাধীনতার পক্ষে প্রগতিশীল আন্দোলনে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিই নন, শিল্প, ক্রীড়া ও সংস্কৃতিচর্চায়ও তিনি অগ্রগামী ছিলেন। মহান মুক্তিযুদ্ধের একজন দক্ষ সংগঠক ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। প্রবীণ এই রাজনীতিক এর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন