Daily News BD Online

মহাদেবপুরে ১০০ গ্রাম পুলিশ পেলেন ঈদ সামগ্রী


আব্দুল ওয়াদুদ, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁ জেলার মহাদেবপুরে ১০০ গ্রাম পুলিশের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে এ উপলক্ষে মহাদেবপুর থানা পুলিশের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে আয়োজিত সমাবেশে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন। এসব সামগ্রীর মধ্যে ছিল সুগন্ধি চাল, সেমাই, চিনি ও তেল।
মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আবেদ আলী মন্ডল প্রমুখ এতে বিশেষ অতিথি ছিলেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি বলেন, স্বল্প ভাতায় গ্রাম পুলিশের সদস্যরা দিন রাত ২৪ ঘন্টা এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে মূখ্য ভূমিকা পালন করে থাকেন। কিন্তু তাদেরকে প্রকৃত মূল্যায়ন করা হয়না। তাই তাদের প্রতি সম্মান জানিয়ে এই উপহার সামগ্রীর আয়োজন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন