মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের খানেপাড়া গ্রামের আব্দুল কাদির মেম্বার এর ছেলে কৃষক সবুজ মিয়ার পরিত্যক্ত বালুর স্তুপে মিলল প্রায় ১৮ কেজি ওজনের একটি মিস্টি আলু।
যা দেখতে প্রতিদিন ই উৎসুক জনতা ভীড় করছে সবুজ মিয়ার বাড়ীতে, এ ব্যপারে কৃষক সবুজ মিয়া বলেন, আমি প্রায় তের মাস পূর্বে বাড়ী করার জন্য ক্রয়কৃত জায়গার বালুর স্তুপে কিছু মিস্টি আলুর লত লাগিয়ে ছিলাম, কিছুদিন আগে হঠাৎ চোখে পরে বড় সাইজের আলুটি, ৪/৫ কেজি ওজনের আরো কয়েকটি আলু পাওয়া গেছে। আমি ভাবতে ও পারিনি এত বড় মিস্টি আলু আমি পাব, সব ই আল্লাহ তায়ালার ইচ্ছা, আমি অনেক খুশি।
এ ব্যপারে মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাবেল খান পাপ্পু বলেন, আমি দুজন অফিসার পাঠিয়েছি বিচ সংগ্রহ করে কৃষি গবেষণা কেন্দ্রে পাঠানো হবে, এটি কোন জাতের মিস্টি আলু তা নির্ণয় করে ভালো কিছুর আশা করা হবে ।
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের খানেপাড়া গ্রামের আব্দুল কাদির মেম্বার এর ছেলে কৃষক সবুজ মিয়ার পরিত্যক্ত বালুর স্তুপে মিলল প্রায় ১৮ কেজি ওজনের একটি মিস্টি আলু।
যা দেখতে প্রতিদিন ই উৎসুক জনতা ভীড় করছে সবুজ মিয়ার বাড়ীতে, এ ব্যপারে কৃষক সবুজ মিয়া বলেন, আমি প্রায় তের মাস পূর্বে বাড়ী করার জন্য ক্রয়কৃত জায়গার বালুর স্তুপে কিছু মিস্টি আলুর লত লাগিয়ে ছিলাম, কিছুদিন আগে হঠাৎ চোখে পরে বড় সাইজের আলুটি, ৪/৫ কেজি ওজনের আরো কয়েকটি আলু পাওয়া গেছে। আমি ভাবতে ও পারিনি এত বড় মিস্টি আলু আমি পাব, সব ই আল্লাহ তায়ালার ইচ্ছা, আমি অনেক খুশি।
এ ব্যপারে মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাবেল খান পাপ্পু বলেন, আমি দুজন অফিসার পাঠিয়েছি বিচ সংগ্রহ করে কৃষি গবেষণা কেন্দ্রে পাঠানো হবে, এটি কোন জাতের মিস্টি আলু তা নির্ণয় করে ভালো কিছুর আশা করা হবে ।
Tags
বাংলাদেশ