Daily News BD Online

প্রতারণা করে মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের প্লট দখলের চেষ্টা


জাহিদ হাসান মিশু :

প্রতারণা করে মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের প্লট দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন  মুক্তিযোদ্ধা মৃত শহীদ সিরাজুল ইসলামের স্ত্রী মোছা: জাহানারা বেগম।ঘটনাটি ঘটেছে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রাজিয়া সুলতানা রোডস্থ যার স্মারক নং-শা-১২/এপি-ডি/২৩০/৮২/৩৯৮, মুক্তিযোদ্ধা মৃত শহীদ সিরাজুল ইসলাম ১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন সময়ে দেশের জন্য তিনি তার জীবন উৎসর্গ করেন। সেই সুবাদে মুক্তিযোদ্ধা মৃত শহীদ সিরাজুল ইসলামের স্ত্রী জাহানারা বেগমকে ২৮/০৯/১৯৯৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ  সরকারের পক্ষ হতে একটি প্লট বরাদ্দ দেওয়া হয় ও জাহানারা বেগমকে সেখানে  বসবাস করার জন্য  অনুমতি দেয়া হয়। জাহানারা বেগম ১৯৯৬ সাল থেকেই সেই বরাদ্দ কৃত প্লটে বসবাস করে আসছে।প্লটে বসবাসরত অবস্থায় সামসুন্নাহার  মিনু নামের একজন মহিলার সাথে সুসম্পর্কে আবদ্ধ হন,জানা যায় জাহানারা বেগমের কোনও সন্তান নেই ও সামসুন্নাহার মিনুর সন্তানরা সব দেশের বাইরে থাকেন,জাহানারা বেগমের কোনও সন্তানাদি না থাকায়  সামসুন্নাহার মিনু তার এ সুযোগ কে কাজে লাগিয়ে জাহানারা বেগমের সাথে বেশ কিছু বছর ঐ প্লটে  বসবাস করেন,গত জানুয়ারি/২০২৩ ইং জাহানারা বেগম বরাবরের মত সামসুন্নাহার মিনুকে তার বাড়ি দেখাশোনা করার করার কথা বলে নিজ গ্রাম কুমিল্লাতে বেড়াতে যান,বেড়ানো শেষে ২০/০৩/২০২৩ইং তারিখে সে ঢাকার নিজ বাড়িতে যান এবং তিনি তার বাসায় গিয়ে সামসুন্নাহার মিনুকে অনুপস্থিত দেখতে পায় ও তার বাসায় বিপুল নামের এক ব্যক্তিকে দেখতে পান, জাহানারা বেগম তার বাসায় থাকা বিপুল নামের ব্যক্তিকে জিজ্ঞাসা করলে বিপুল নামের ব্যক্তি বলেন শামসুন্নাহার মিনু তার কাছে প্লট টি বিক্রি করে দিয়েছে, এ বিষয়ে জাহানারা বেগম সুষ্ঠ বিচার চেয়ে মোহাম্মদপুর থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন