মোঃ ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে "চাঁপাই জমজম ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার" এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ মে) সকালে জেলা শহরের হাসপাতাল রোডে এই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়। ফিতা কেটে এর উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন-বিএমএ'র সভাপতি ডা. দুররুল হোদা।
উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি ছিলেন, শিবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন-বিএমএ'র সাংগঠনিক সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, চাঁপাই জমজম ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ইনজামাম-উল-হক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ নাজনীন ফাতেমা জিনিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন, ক্লিনিকের চিকিৎসক ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতাসহ অন্যান্যরা। অনুষ্ঠানে অতিথিরা দক্ষ জনবল নিয়ে গড়ে উঠা চাঁপাই জমজম ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে স্বল্প খরচে সঠিক সেবা প্রদানের বিষয়ে গুরুত্ব দেন। অত্যাধুনিক যন্ত্রপাতির দ্বারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন, চাঁপাই জমজম ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আমিনুল ইসলাম।
Tags
বাংলাদেশ