Daily News BD Online

চাঁপাই জমজম ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন


মোঃ ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ


চাঁপাইনবাবগঞ্জে "চাঁপাই জমজম ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার" এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ মে) সকালে জেলা শহরের হাসপাতাল রোডে এই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়। ফিতা কেটে এর উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন-বিএমএ'র সভাপতি ডা. দুররুল হোদা।

উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি ছিলেন, শিবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন-বিএমএ'র সাংগঠনিক সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, চাঁপাই জমজম ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ইনজামাম-উল-হক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ নাজনীন ফাতেমা জিনিয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন, ক্লিনিকের চিকিৎসক ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতাসহ অন্যান্যরা। অনুষ্ঠানে অতিথিরা দক্ষ জনবল নিয়ে গড়ে উঠা চাঁপাই জমজম ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে স্বল্প খরচে সঠিক সেবা প্রদানের বিষয়ে গুরুত্ব দেন। অত্যাধুনিক যন্ত্রপাতির দ্বারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন, চাঁপাই জমজম ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আমিনুল ইসলাম। 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন