এস এম রকিবুল হাসান, নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন, নিয়ামতপুর উপজেলা শাখার আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে সামাজিক অংশীদারত্বের উন্নয়নবৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সংলাপ অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক শাহজাহান শাজুর সঞ্চালনায় সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার কমিশনের সভাপতি প্রকৌশলী বজলুর রশিদ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট ইনচার্জ আব্দুর রাজ্জাক প্রমূখ।
উক্ত সংলাপ অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।