মোঃ তামজিদ হোসেন রুবেল, রামগঞ্জ (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরে সাবেক যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যগ্ম আহবায়ক দেওয়ান ফায়সালকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল এবং সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ এপ্রিল লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্রের ৩৪ ধারার (ট) অনুচ্ছেদ অনুযায়ী দেওয়ান ফয়সালকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করার জন্য স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নিকট জোর সুপারিশ করা হলো। এতে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করেন।
Tags
বাংলাদেশ