মোঃ ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (২২ মে) বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয়চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফুল আলমের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রুহুল আমিন, সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা আ.লীগের সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসী, পৌর আ.লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিলসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বের প্রতীক। তাকে হত্যা করে এদেশকে আবার পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা যারা করছে, তাদের কোনো ক্ষমা নেই। প্রধানমন্ত্রীকে হুমকি দেয়া কোন একক কথা নয়। বরং এটা একটি রাজনৈতিক দলেরই ভাষা। সুতরাং এই রাজনৈতিক দলটাকে নিয়েও চিন্তা করতে হবে। বিএনপি ক্রমাগতভাবে হত্যা-নৈরাজ্যের কথা ভাবে। তারা কখনই দেশের মঙ্গল চাই না।
বক্তারা আরও বলেন, বিএনপিকে নিয়েও সরকারকে ভাবতে হবে, জনগণকেও ভাবতে হবে। সামনে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এই ষড়যন্ত্রের পেছনে যাদের মুখ দিয়ে কথাগুলো বের হয়েছে তারাই শুধুমাত্র জড়িত রয়েছে তাই না, তার সাথে আরও অনেকেই জড়িত। সবাইকে সজাগ থাকতে হবে এবং সকল
ষড়যন্ত্র রুখে দিতে হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ মে) সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেফতার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
Tags
বাংলাদেশ