Daily News BD Online

সম্পর্ক হারিয়ে যায় -গোলাপ মাহমুদ সৌরভ


অবহেলা প্রতিনিয়ত দূরত্ব বাড়ায়
রাগ আর অভিমানে হারিয়ে যায় দিন
কেড়ে নেয় মনের যত ভালোবাসা,
কখনো একাকিত্ব মন হয় ওঠে খিটখিটে
সময়ের পরিক্রমা সম্পর্ক হারিয়ে যায়।
যখন ফাগুনের আগুন লাগে গাছের ডালে
সবুজ পাতাগুলো অচিরেই ঝরে যায়,
বসন্তের হাওয়া রঙিন হয়ে ওঠে প্রকৃতি
এ যেন ঝরাপাতার সবুজ হওয়ার আকুতি।
মনে কখন বসন্ত আসে কে-ইবা জানে
শুকনো কষ্টে মর্মর শব্দে মন ভেঙ্গে যায়,
মিথ্যে অভিমানের কাছে সময় নিরুপায়
হারানো অতীত কি আর ফিরে পায়।
সময়ের কাছে তুমি আমি হেরে গেছি
মাঝ পথে হারিয়ে গেছে অনেক গুলো বছর,
কি'বা পেয়েছি জরাজীর্ণ একাকিত্বের মাঝে
অবহেলায় মন যেন  আজ ফেরারি সাজে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন