Daily News BD Online

লক্ষ্মীপুরের মেঘনা থেকে ১৬ লক্ষ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪ টি ইঞ্জিন চালিত নৌকাসহ ১৭ জন আটক


ডালিম কুমার দাস টিটু :
লক্ষ্মীপুর মেঘনা নদী থেকে ১৬ লক্ষ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল,  ৪ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করেছে।  কোস্টগার্ড।  এ সময় ১৭ জনকে আটক করা হয়। শুক্রবার (১৯ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে  জেলার রামগতি উপজেলার  মেঘনা নদীর আব্দুল্লার চর ও আজিমের চর  এলাকায়  অভিযান পরিচালনা করে কোস্টগার্ড । জব্দকৃত জালের বাজার মূল্য ০৫ কোটি ৬৭ লক্ষ টাকা । পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শান্তুনু চৌধুরী মুসলেকা নিয়ে আটককৃত জেলেদেরকে ছেড়ে দেন এবং  জব্দকৃত কাঠের নৌকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন । জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তা এম জসীম উদ্দীন এর উপস্থিতিতে মুন্সীরহাট এলাকায়  আগুনে পুড়িয়ে ফেলা হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন