Daily News BD Online

তীব্র গরমে প্রাণ গেল বৃদ্ধর, বিষপানে গৃহবধূর আত্মহত্যা


এস এম রকিবুল হাসান নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি

 

নওগাঁর নিয়ামতপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুন) উপজেলার হাজিনগর ইউনিয়নের মাকলাহাট ও পাঁড়ইল ইউনিয়নের বীরজোয়ান এলাকায় তাদের মৃত্যু ঘটে। 

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার এলাম উদ্দিন ফেরি করে কাঁসার থালাবাটি বিক্রির উদ্দেশ্যে হাজিনগর ইউনিয়নের মাকলাহাট গ্রামে প্রচন্ড গরমে পড়ে যায়। পরে গ্রামবাসী মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে তাকে থানা হেফাজতে নেওয়া হয়। 

অপর ঘটনায়, উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বীরজোয়ান গ্রামের তুহিন মন্ডলের স্ত্রী আমেনা বেগম (৩৫) বুধবার সকালে বিষপান করে। আত্মীয় স্বজনরা টের পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

ওসি আরও জানান, পৃথক ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন