আসিফ ইকবাল, দৌলতপুর, কুষ্টিয়া :
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে মাটি কাটার অবরোধে মজনুর রহমান (৪০) নামে একজনের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত মজনুর রহমান উপজেলার সদর ইউনিয়নের কাপড়পুড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় ৬ ই জুন মঙ্গলবার দুপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার সংবাদ পেয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে তা ইট ভাটায় বিক্রয় করার অপরাধে বালি ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারাই তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
উল্লেখ্য দৌলতপুর উপজেলার প্রায় অঞ্চলেই অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে একটি চক্র। এতে ফসলি জমি নষ্ট হওয়ার পাশাপাশি এলাকার রাস্তাঘাট গুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই অচিরেই এইসব অবৈধভাবে ফসলি জমি কেটে মাটি বিক্রয় করা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Tags
বাংলাদেশ