Daily News BD Online

দেওয়ানগঞ্জে ২৬ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী আজও মেলেনি তার সন্ধান


ফারুক মিয়া, জামালপুর জেলা প্রতিনিধি :

জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের ২৬ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি মাহমুদউল্লাহ @ সুজন (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর। সন্তানের খোঁজ না পেয়ে দিন দিন পাগলের মতো হয়ে যাচ্ছেন বাবা-মা।

নিখোঁজ মাহমুদউল্লাহ @ সুজন উপজেলার গয়ার ডোবা গ্রামের আ: খালেকের  ছেলে। স্থানীয় গয়ার ডোবা মদিনাতুল উলুম নুরানিয়া ও হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। সে ওই মাদ্রাসার আবাসিকে থেকে পড়াশোনা করতো বলে জানান সুজনের মা মনোয়ারা বেগম।

গত ১১ মে বৃহস্পতিবার সকালে সুজন মাদ্রাসা থেকে বের হয়ে আর মাদ্রাসায় আবাসিকে ফেরেনি। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি।

এ ঘটনায় ২ জুন বৃহস্পতিবার তার মা মনোয়ারা বেগম বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যাহার জিডি নং ৭৩,।

নিখোঁজ সুজনের বাবা আ: খালেক জানান, গত ১১ মে সকালে কাউকে কিছু না বলে আমার ছেলে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। ছেলের খোঁজ পেতে এই ২৬ দিন বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করি। তবে  কোথাও ছেলের সন্ধান পাইনি। এব্যাপারে মাদ্রাসা সুপার আ: অলীন সাদী বলেন সকালে খাওয়ার জন্য বাড়ীতে গেছে এরপর আর মাদ্রাসায় ফিরেনি। সুজন মাদ্রাসার মুটামুটি ভালো ছাত্র ছিল এব্যাপারে তার পিতা মাতা এই ২৬ দিন অনেক খুঁজাখুঁজি করেছে এরপর মাদ্রাসা সুপারের কাছে আরও  জানতে চাইলে তিনি বলেন মাদ্রাসার পক্ষ থেকে ২৬ দিনের ভিতর কোনো ব্যাবস্থা নেওয়া হয়নি তবে কবিরাজ মাধ্যমে অনেক খুঁজাখুঁজি করেছে তার পিতা মাতা।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর বলেন, ১৪ বছরের এক মাদ্রাসাছাত্রের নিখোঁজের ঘটনায় তার মা মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় একটি সাধারণ ডাইরি(জিডি) করেছেন। তার খোঁজ পেতে চেষ্টা করছি জোরাল ভাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন