Daily News BD Online

চৌহালীতে এডিপির সেলাই মেশিন টাকার বিনিময়ে সচ্ছল ও আত্মীয়-স্বজনদের দেওয়ার অভিযোগ


মোঃ ইমরুল হাসান চৌহালী প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে এডিপির অর্থায়নে  প্রশিক্ষণ প্রাপ্ত অসহায় ও দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন দেওয়ার কথা থাকলেও, তাদের না দিয়ে,  টাকার বিনিময়ে সচ্ছল মহিলা ও আত্মীয়-স্বজনদের  দেওয়ার অভিযোগ উঠেছে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নাসরিন আক্তারের বিরুদ্ধে।   

সোমবার(১২জুন) দুপুরে সেলাই মেশিন বিতরণ করা হয়।  
এসময় প্রশিক্ষণ প্রাপ্ত অসহায় মহিলারা বলেন, আমরা টাকা দিতে না পারায় আমাগোরে সেলাই মেশিন দেই নাই, মহিলা ভাইস চেয়ারম্যান।  সরেজমিনে দেখা যায়, চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ নাসরিন আক্তার নিজের ক্ষমতার বলে,টাকার বিনিময়ে সচ্ছল মহিলাদের ও  নিজের ভাইয়ের বউয়ের নামে ও আত্মীয়-স্বজনদের সুকৌশলে সেলাই মেশিন বিতরণ তালিকায় নাম দিয়েছে।   

তাছাড়াও জানা যায়, নারী উন্নয়ন ফোরামের নাম মাত্র কমিটি রয়েছে।  এই কমিটির কথা বলে আরো পাঁচ টাকা করে চাঁদা নিয়েছে উপকারভোগী দের কাছ থেকে।  

এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার বলেন, সেলাই মেশিনে টাকা নেওয়ার অধিকার নেই। এর আগেও এই রকম ঘটনা ঘটেছে , আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে  কথা বলবো।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমাকে লিখিতভাবে অভিযোগ করেছে, ঘটনা সত্যতা পাওয়া গেলে অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

নারী উন্নয়ন ফোরাম সাধারণ সম্পাদক মোছাঃ সালমা বলেন, বিগতদিনেও এবং বর্তমানে সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ কোন প্রকার সমন্বয় করেন নাই। ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, তার ইচ্ছে মতো দিয়েছে,  আমি কোন কিছুই জানি না।  

প্রশিক্ষণ প্রাপ্ত অসহায় মহিলা জাহানারা  কান্না কন্ঠে বলেন, আমি  আল্লাহর কাছে বিচার দিলাম, আমি  টাকা দিলে আমরাও সেলাই মেশিন পাইতাম।  এর আগে আমার কাছে টাকা চেয়েছিলো সেলাই মেশিন দেওয়ার কথা বলে , সে বার ও টাকা না দিতে পারেই, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার দেন নাই। যে টাকা দিয়েছে, সেই সেলাই মেশিন পেয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন