Daily News BD Online

বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন সাত গ্রামে সেলাই মেশিন ও ঈদ উপহার বিতরণ


সৌরভ মাহমুদ হারুন :

 শনিবার কুমিল্লার  বুড়িচং সদর ইউনিয়নের  চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনের ব্যক্তিগত উদ্যোগে  ৭  গ্রামের জগতপুর, বুড়িচং, যদুপুর, আরাগ আনন্দপুর, হরিপুর, জরুইন ও পূর্ণমতি চল্লিশ ৪০ টি পরিবারের মধ্যে একটি করে সেলাই মেশিন ঈদ উপহার সামগ্রী  প্রদান করেন গরিব অসহায় দু:স্থ প্রকৃত বন্ধু, মানবিক নেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন।

ঈদ উপহার প্রদানকালে বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন জয়নাল আবেদীন বলেন, আমি চাই বুড়িচং সদর ইউনিয়নের প্রতিটি মানুষ যেন আত্মনির্ভরশীল হয়। প্রত্যেকে কর্মে নিয়োজিত থেকে স্বাবলম্বী হয়ে নিজের পরিবারের, সমাজের তথা রাষ্ট্রের অর্থনীতিতে অবদান রাখবে। বুড়িচং সদর ইউনিয়ন এর মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য আমি আমার প্রচেষ্টা অব্যাহত রাখবো।’ পূর্ণমতি এম এ উঁচ্চ বিদ্যালয় মাঠে সেলাই মেশিন প্রদানকালে  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র পাবলিক রিলেশন অফিসার শরীফ মাহমুদ অপু।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাবেক চেয়ারম্যন  জাবেদ কাওছার সবুজ, হরিপুর গ্রামের জাহাঙ্গীর আলম মাষ্টার, যদুপুর গ্রামের হাজি শরাফত আলী, শাহিনুর রহমান, জরুইন গ্রামের আমিনুল ইসলাম রাসেল,হরিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এম হাসান মাষ্টার রিপোর্টার,  আরাগ আনন্দপুর গ্রামের মন্তাজ আলীসহ ইউনিয়নের সাত গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, প্রতি ঈদেই ইউনিয়নের জনগণের মধ্যে বিশেষ উপহার প্রদান, বিভিন্ন সময়ে খাদ্য সামগ্রী, ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন জয়নাল আবেদীন চেয়ারম্যন। এছাড়াও তিনি নীজ ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা সমূহ সহজে প্রাপ্য ও বিনামূল্যে প্রদান করার ব্যবস্থা করেছেন।


 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন