Daily News BD Online

সাপাহারে সরকারী সম্পত্তির উপর অবৈধ স্থাপনা নির্মানের অভিযোগ


সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ 

সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের তিলনী  গ্রামে অর্পিত সম্পত্তির (সরকারী খাস) উপর অবৈধ ভাবে স্থায়ী স্থাপনা নির্মানের অভিযোগ উঠেছে। এ বিষয়ে  সাপাহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি)'র নিকট প্রতিকার চেয়ে এলাকাবাসী অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, সাপাহার উপজেলার তিলনী মৌজার জে.এল.নং- ০৫, খং, ০১ দাগ নং ২৭৫ -৪৩৫ জমির পরিমান ০৭২শতক তফসিল বর্ণিত ‘ক’ তালিকাভূক্ত সরকারী (খাস) ভিপি সম্পত্তির উপর তিলনী গ্রামের মোঃ নরুল ইসলাম (এসলাম), পিতাঃ মৃতঃ আবদুর রহমান, মোঃ সাদিকুল ইসলাম, পিতাঃ মৃতঃ আবদুস সালাম, মোঃ জাহাঙ্গীর আলম, পিতাঃ মৃতঃ আবদুল কুদ্দুশ সহ বেশ কয়েকজন ব্যাক্তি অবৈধভাবে পাকা স্থাপনা নির্মান কাজ শুরু করে।  ওই সরকারি সম্পত্তির উপর অবৈধ স্থাপনা নির্মান করা হলে গ্রামবাসী ও সরকারী সম্পত্তির ব্যাপক ক্ষতি  হতে পারে। সরকারী সম্পত্তির উপর নির্মান কাজ চলতে দেখে গ্রামবাসীরা তাদের কাজে বাধা দেয়। গ্রামবাসীর বাঁধা নিষেধ উপেক্ষা করে তারা  শক্তির জোরে ওই স্থাপনা নির্মান করবে বলে জানিয়ে দেন।  গ্রামবাসীর পক্ষে সম্প্রতি ওই গ্রামের বাসিন্দা মিজানুর রহমান নামের এক ব্যাক্তি প্রতিকার চেয়ে সাপাহার সহকারী কমিশনার (ভুমি)’র অফিসে একটি লিখিত অভিযোগ পত্র দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট  ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা ঘটনাস্থালে গিয়ে  তাদের কাজে বাধা নিষেধ করেন। এরপর ওই ব্যক্তিরা সাময়িক কাজ বন্ধ রাখলেও  প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গায়ের জোরে আবারো তাদের নির্মান কাজ চালিয়ে যাচ্ছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। এ বিষয়ে সাপাহার উপজেলা (ভুমি) সহকারী  কমিশনার এর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে উনাকে পাওয়া যায়নি। পরে সাপাহার ভুমি অফিসের কানুনগো মন্মথ কুমার হাওলাদার এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান  যে ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা (তহশীলদার) সেখানে গিয়েছিল তার সাথে কথা বলেন আমরা বিষয়টি দেখছি। তিলনী গ্রামে বসবাসকারী জনসাধারণ অবিলম্বে সরকারী সম্পত্তি জবর দখলের হাত থেকে রক্ষার জন্য সরকারের সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন