ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই মোঃ সোহেল রানা (৪০) নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামের পূর্ব পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত সোহেল রানা একই গ্রামের শফিউদ্দিন মন্ডলের বড় ছেলে। ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই সিঙ্গাপুর প্রবাসী মোঃ জুয়েল রানা (২৮) পলাতক রয়েছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন শফিউদ্দিন মন্ডলের ছোট ছেলে জুয়েল। প্রবাসে থাকাকালীন সময়ে বড় ভাইয়ের নামে টাকা পাঠাতো সে। মাস দুয়েক আগে সিঙ্গাপুর থেকে বাড়ি এসেছে সে। বড় ভাই সোহেলের নিকট পাঠানো টাকার হিসাব চাইলে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়। ঘটনার দিন দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে জুয়েলের দিকে একটি বঁটি ছুড়ে মারে সোহেল। এতে জুয়েল সামান্য আঘাতপ্রাপ্ত হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই বটি দিয়েই বড় ভাইয়ের ঘাড়ের বাম পাশে কোপ দিয়ে পালিয়ে যায় সে। এরপর স্থানীয়দের সহায়তায় সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ হোসেন বলেন, ঘটনাটি শুনেছি, এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন