ধর্মপাশায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের হেলিপ্যাড মাঠে বৃহস্পতিবার বিকেলে  বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো.লিয়াকত আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমতের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হক। 

প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতালেব খান।  এ ছাড়া অন্যদের মধ্যে  সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১নম্বর যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্রো, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, ১নম্বর যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ূম মজনু প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন