ওয়ালিদ জামানের দুটি সমসাময়িক কবিতা


 এই শহরে প্রচুর অভাব
ওয়ালিদ জামান

এই শহরে প্রচুর অভাব
শিক্ষা কিংবা ভাতে
দিন শেষে তাই নষ্ট স্বভাব
বিবেক ছাড়া জাতে।

বাইক নিয়ে তাই কোন নবাব
যাচ্ছে ফুটপাতে
উড়ছে নেশায় নেই জবাব
হয়তো গভীর রাতে।

খাচ্ছে চিকেন আর কাবাব
পার্টি কিংবা শোতে
তাই হবোনা খুব অবাক
কেউ নাইবা পেলে খেতে।

ক্ষমতা আর বেজায় দেমাগ
সবই তাদের হাতে
তাই সকলে ঘুমিয়ে সজাগ
বিকল জবাব তাতে।
    



হারিয়ে গেছে রুচি
ওয়ালিদ জামান

চলছে অভাব শহর জুড়ে
হারিয়ে গেছে রুচি
দিনে ঘুমায়, রাতে ঘুরে
পাল্টে গেছে সূচি!

রুদ্ধ ঘরে, থাকছে পড়ে
সঙ্গী তাদের পিসি
ভার্চুয়ালে জীবন গড়ে
যুদ্ধ মিছেমিছি।

সুশীল সমাজ টকশো করে
বলছে শুধু ছিছি
নেতার আবার দু'হাত নড়ে
বলছে আমি আছি!

আসছে মাদক হাওয়ায় উড়ে
নেশায় তরুণ রোজি
মন্দকে আজ আকড়ে ধরে
কেমন করে বাঁচি?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন