Daily News BD Online

রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ে ৯১ ব্যাচের পূনমির্লনী অনুষ্ঠিত


হাফেজ নজরুল :
"থাকি যে যেখানে বন্ধন প্রাণে প্রাণে " ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী  উচ্চ বিদ্যালয়ের
 এসএসসি ১৯৯১  ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুন শুক্রবার সকালে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে  অত্র বিদ্যালয়ের ৯১ ব্যাচের ছাত্র উপ-পরিচালক, (অর্থ) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড,  মোঃ শামসুজ্জামান এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র শিক্ষক মাওলানা রকিবুল ইসলাম সিরাজী, মোঃ মুকুল সরকার (মুকুল স্যার) অনুষ্ঠান  শুরু হয়ে দিন ব্যাপী চলে আলোচনা, স্মৃতিচারণ, রেফেল ড্র, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান,  সম্মাননা ক্রেষ্ট প্রধান।

উপস্থিত ছিলেন ৯১ ব্যাচের  ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের পরিচালক ও ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেডের ( হেড অফ ফাইনেনস)মোখলেসুর রহমান বাবু, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব
মোবারক হোসেন (শাহিন সিকদার)  মোঃ তানভীর, বাংলাদেশ বিমান বাহিনী, সার্জেন্ট (অবসরপ্রাপ্ত ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মজির খানঁ, মোহাম্মদ জামাল, প্রিন্সিপাল অফিসার, ইসলামী ব্যাংক,  হোসেন বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ রায়, বিশিষ্ট ব্যবসায়ী পাপন, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, এডভোকেট আক্তারুউজ্জামান, মোহাম্মদ খলিলুর রহমান, ডেভেলপমেন্ট ম্যানেজার, জীবন বীমা কর্পোরেশন,  মোহাম্মদ আব্দুর রব ম্যানেজার মেটলাইফ, মোহাম্মদ বিল্লাল হোসেন প্রফেসর,  পলিটেকনিকেল  ইনস্টিটিউট ছাতক সিলেট,  মোহাম্মদ নাসির উদ্দিন সিনিয়র শিক্ষক, রামচন্দ্রপুর বালিকা উচ্চ বিদ্যালয়,   মোঃ সাইদুল ইসলাম প্রধান শিক্ষক  শোভারামপুর প্রাথমিক বিদ্যালয় হোমনা, মোহাম্মদ জহিরুল ইসলাম শাহীন, প্রতিষ্ঠাতা ফুলকলি কিন্ডার গার্টেন,  কবি ও সাহিত্যিক মোঃ জহিরুল ইসলাম , শাহআলম  সিনিয়র অফিসার,বসুন্ধরা গ্রুপ,  মোহাম্মদ জাকির হোসেন, প্রোপাইটর মিতালী ব্রিকস।

মোঃ গোলাম সারোয়ার বিশিষ্ট ব্যাবসায়ী  রামচন্দ্রপুর, মোহাম্মদ আব্দুল ওয়াহাব মেম্বার,  মোহাম্মদ খবির উদ্দিন বিডিআর সদস্য  রাঙ্গামাটি,   জসিমউদদীন রিপন, ব্যবস্থাপনা পরিচালক, দেশ ট্রাস্ট সোসাল বাংলাদেশ লিমিটেড। মোহাম্মদ মুরশিদ মিয়া বিশিষ্ট ব্যবসায়ী রামচন্দ্রপুর, মোহাম্মদ জাকির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী আমিন নগর,  নিতাই, প্রবীর, গিয়াসউদ্দিন, সালমা,করুনাসহ  ৯১ ব্যাচের আরো অনেকে,  দীর্ঘ ৩২ বছর পর পুরনো সহপাঠীদের কাছে পেয়ে আনন্দ বেদনার অনেক স্মৃতি মনে করে একে অপরের সাথে মিশে গিয়ে প্রায় ৩ যুগের না বলা কথা গুলো হৃদয়ের ও চোখের ভাষায় বুঝানোর চেষ্টায় দুলে চির তারুণ্যের জয়গান, একে অপরের সাথে আলিঙ্গন করে জীবনের বাঁকে বাঁকে হারিয়ে যাওয়া সময়ের অনেক স্মৃতি মনে করে হাসি কান্নার এক আবেগঘন পরিবেশে এক অপূর্ব মুহূর্ত উপভোগ করেন ৯১ ব্যাচের বন্ধুরা। এর ই মধ্যে কেউ কেউ ৩য় প্রজন্মের দারপ্রান্তে দাড়িয়ে শাখা প্রশাখায় জীবন সাজিয়েছে তাদের মত করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন