Daily News BD Online

রাজধানী মিরপুর দারুস সালাম থানাধীন এলাকায় নিউ ধানসিড়ি আবাসিক হোটেলের আড়ালে বেপরোয়া অসামাজিক কর্মকাণ্ড


রিপোর্টার সোহেল আহমেদ :

আবাসিক হোটেলের আড়ালে চলা অসামাজিক কর্মকাণ্ড। রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে  চলছে অসামাজিক কর্মকাণ্ড। এতে চরম বিব্রতকর অবস্থায় পড়েছেন হোটেলে ওঠা সাধারণ বোর্ডাররা। অনেকের অভিযোগ, মনে হয় অসামাজিক কর্মকাণ্ড চালাতেই যত্রতত্র গড়ে উঠছে এসব আবাসিক হোটেল। এতে মানুষের মাঝে আবাসিক হোটেল সম্পর্কে বাজে ধারণার সৃষ্টি হচ্ছে।
সম্প্রতি রাজধানীর গাবতলী দারুস সালাম থানাধীন  এলাকায় গড়ে ওঠা নিম্ন মানের নিউ ধানসিঁড়ি আবাসিক হোটেলে চলা অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। হোটেলগুলোতে অবাধে দেহব্যবসা চলায় স্থানীয় স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রী জড়িয়ে পড়ছে এই পেশায়। আবার অর্থের অভাবে অনেক  মধ্যবিত্ত পরিবারের গৃহবধূরাও কাজে যুক্ত হচ্ছে। আবার কেউ কেউ হোটেলের দালালদের খপ্পরে পড়ে বাধ্য হচ্ছে এই ব্যবসায়। এসব দালাল হোটেলের আশপাশে ঘুরঘুর করে খদ্দের সংগ্রহ করে। তারা রাস্তায় চলমান মানুষদের কাছে ছোট্ট করে কিছু লাগবে নাকি, নতুন আছেসহ অশ্লীল শব্দ ব্যবহার করে। যাতে অনেক পথচারীই বিরক্ত প্রকাশ করে থাকেন। অভিযোগ রয়েছে  নিউ ধানসিড়ি আবাসিক হোটেল এসএমসি ক্লিনিক রো ড দারুস সালাম ঢাকা   দিন-রাতে অবাধে চলছে দেহব্যবসা। পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রভাবশালী একটি মহল এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কোনো সংস্থা অভিযান চালালেই যৌনকর্মীদের হোটেলের আয়া ও বাবুর্চি সাজিয়ে পরিচয় দেয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ এই ধরনের কিছু হোটেলের কর্মকাণ্ড দেখে মনে হয় আবাসিক হোটেলের নামে আড়ালে তাদের প্রধান কাজ তারা অসামাজিক কাজ চালানো। বিভিন্ন জেলা থেকে অগত মানুষ না বুঝে এসব হোটেলে উঠে বিব্রতকতর অবস্থার শিকার হন। মাঝে মধ্যে পুলিশের অভিযানে দেহব্যবসায়ীরা আটক হলেও আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে।
জানা গেছে, নিউ ধানসিঁড়ি আবাসিক হোটেলের মালিক পরিচয়কারী আলমগীরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে , সাংবাদিক দের বলেন আপনার মত অনেক সাংবাদিক দেখেছি আমরা যা করি প্রকাশ্য সেই করি, যদি পারেন তাহলে আমাদের ব্যবসা বন্ধ করে দেখান আর আমাকে বারবার বিরক্ত করবেন না। আরো গোপন সূত্রে জানা যায় তিনি আরো কয়েকটি আবাসিক হোটেলের  সাথে জড়িত আছেন।     
এ বিষয়ে দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, পুলিশ  তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে । তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলসহ দারুস সালাম থানা এলাকায় এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। একই সাথে এ অসামাজিক কর্মকাণ্ড রুখতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রথম পর্ব

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন