টঙ্গী প্রতিনিধি: গাজীপুর টঙ্গীতে দীর্ঘ সময় পর থানা ছাত্রলীগের কমিটি হতে চলছে। গত ১৫ জুলাই গাজীপুর মহানগরীর অন্তর্গত টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানা ছাত্রলীগের কর্মীসভার আয়োজন করা হয়।
এ সময় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা ছাত্রলীগ এবং এর অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের প্রার্থীদের থেকে সিভি সংগ্রহ করা হয়।
খুব দ্রুত কমিটি দেওয়ার কথা থাকলেও দুই মাসের মধ্যে কমিটি দিতে পারেনি মহানগর ছাত্রলীগ।
তথ্য সূত্রে জানা যায় অক্টোবরের ভেতরই গঠন করা হবে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা ছাত্রলীগ এবং এর অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের কমিটি।
কিছু বিতর্কিত এবং বিবাহিত লোক কমিটিতে পদ প্রত্যাশি এবং তারা মরিয়া হয়ে উঠেছে পদ পেতে।
বিতর্কিতদের মধ্যে বেশি সংখ্যক টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের পদ প্রত্যাশি।
এর মধ্যে রয়েছে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আশরাফুল আলম। তার বিরুদ্ধে নিশি আক্তার নামের এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক এবং গোপন ছবি তুলে ব্লাকমেইল করার অভিযোগ রয়েছে।
টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের আরেক জন প্রার্থী হচ্ছেন রফিকুল ইসলাম সুমন মোল্লা। তার বিরুদ্ধে একজনকে অপহরণ করে মারধর এবং টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গুঞ্জন রয়েছে টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের কিছু সুবিধাবাদি, চাঁদাবাজ, ভূমিদস্যু পদ প্রত্যাশিত প্রার্থী পূর্ব থানায় সুবিধা করতে না পেরে এখন পশ্চিম থানা ছাত্রলীগে পদ পেতে লবিং চালাচ্ছে।
এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি /সাধারণ সম্পাদকের বিভিন্ন প্রোগ্রামে সরাসরি বক্তব্যে বোঝা যায় তারা বিতর্কিতদের কমিটি দিবে না।
নাম বলতে অনিচ্ছুক প্রবীন এক আওয়ামী লীগ নেতা জানান পশ্চিম থানা ছাত্রলীগের কি কোনো যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব নাই নাকি যে পূর্ব থানা প্রার্থীদের পশ্চিম থানায় কমিটি দেয়ার চেষ্টা চলছে আর দলের এখন সু-সময় তাই দলে হাইব্রিড এবং বিতর্কিত লোকে ভোরে গেছে। ছাত্রলীগে যেনো কোনো বিতর্কিত এবং হাইব্রিড নেতৃত্বে আসতে না পারে তাই তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি /সাধারণ সম্পাদক কে ভালো ভাবে পর্যবেক্ষণ করে কমিটি করার আহবান জানিয়েছেন।