শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ


শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ ২০২৫ সপ্তাহর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে ।  আজ বুধবার উপজেলার হল রুমে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:এ,টি,এম ফায়েজুর রাজ্জাক আকন্দর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল । অন্যান্যদের মধ্য থেকে উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, সহকারী শিক্ষক রোস্তম আলী, শাকিল আহাম্মেদ, সাংবাদিক গোলাম রব্বানী টিটু সহ খামারিরা বক্তব্য রাখেন । জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ঝিনাইগাতীতে গুরু,ছাগল,মহিষ,পাখি,কবুতর সহ বিভিন্ন প্রকারের খামারিদের নিয়ে এক আকর্ষণীয় মেলার আয়োজন করা হয় । ওই মেলায় অংশ গ্রহণকারীদের মধ্যে প্রতিযোগিতায় বিচারক মন্ডলী ১ম,২য়,৩য় স্থান অর্জনকারীদের চিহ্নিত করে নির্বাচিত করেন । আজ বিজয়ীদেরকে নগদ টাকার চেক ও সনদ প্রদান করা হয় । মেলা উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । এ সময় প্রধান অতিথি খামারিদের খামার করে নিজে ও পরিবার স্বাবলম্বী হয়ে গড়ে উঠে বেকারত্ব দূর করে দেশে অর্থনৈতিক ভূমিকা রাখার আহবান রাখেন । তিনি আরো বলেন  খামার ও কৃষি কাজ করে চাকরির পিছনে না ছুটে নিজে উদ্যোক্তা হলে দেশের ও সমাজের সুনাম বয়ে আসে বলে প্রতি বছর প্রাণিসম্পদ সপ্তাহর সফলতা কামনা করেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন