ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ শহরের উজির আলী ঈদগাহ ময়দানে  বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ জানুয়ারি বুধবার বিকাল ৪ টায় এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝিনাইদহ জেলা শাখা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ -২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু,  সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর পপ্পু, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি সহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ। 


দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন