কালিয়াকৈর মাহমুদ ডেনিমের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ



মোঃ মাইনুল সিকদার, কালিয়াকৈর :  গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়।

বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে মাহমুদ ডেনিম লিমিটেডের শ্রমিকেরা মহাসড়কের সফিপুর এলাকায় অবস্থান নেন। শ্রমিকদের অবরোধের কারণে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে তাদের নিয়মিত বেতন পরিশোধ করা হচ্ছে না। বিষয়টি একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বকেয়া বেতন আদায়ের দাবিতে বাধ্য হয়েই তারা সড়কে নামেন বলে জানান শ্রমিকেরা।

খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। কর্তৃপক্ষ দ্রুত বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা আন্দোলন কর্মসূচি স্থগিত করার বিষয়টি বিবেচনা করবেন বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন