Daily News BD Online

জাতীয় নির্বাচন সামনে রেখে দেওয়ানগঞ্জে আ.লীগের প্রশিক্ষণ কর্মশালা


পারভীন আক্তার, জামালপুর প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দোরগোড়ায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মসূচি, ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা এবং ভোটারদের ভোটকেন্দ্রে আনতে উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ।

এরই অংশ হিসেবে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (১৮ নভেম্বর) দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রশিক্ষক (ট্রেইনার) উপজেলায় ভোট প্রার্থনাকর্মী (ক্যাম্পেইনার) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে,শনিবার  বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত কামিল মাদ্রাসা প্রাঙ্গনে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আর বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ক্যাম্পেইনার প্রশিক্ষণ কর্মশালা।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক শাজাহান আকন্দ,পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু,রোড টু বাংলাদেশ ট্রেনিং সেক্টর মো.এনামুল হক,সৈয়দ নাজমুল হুদা প্রশিক্ষণ ট্রেইনার প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন,রফিকুল ইসলাম (রবিন) আঞ্চলিক সমন্নয়ক বৃহত্তর ময়মনসিংহ।

এই প্রশিক্ষণ সম্পর্কে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগকে সার্বিক স্টেনদেন করার জন্য আওয়ামী লীগের ভোটার সংখ্যার হিসাব রাখতে স্লিপ ফরম বিতরণ করে থাকি। কিন্তু এই ভোটারদের সংঘবদ্ধ করে ভোট সেন্টারে নিয়ে আসাটাই আমাদের মূল লক্ষ্য। এজন্য ভোট প্রার্থনাকর্মী এবং ক্যাম্পেইনারের তালিকা প্রণয়ন করে তাদের মাধ্যমে যাতে সুন্দরভাবে ভোট প্রার্থনা বা ক্যাম্পেইন করে সকল প্রকারের ভোটারদের আমরা আকৃষ্ট করতে পারি, সেজন্য মূলত এই প্রশিক্ষক (ট্রেইনার) ও ভোট প্রার্থনা কর্মী (ক্যাম্পেইনার) প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণের আরেকটি উদ্দেশ্য হলো আমাদের দলীয় এই প্রশিক্ষক ও ক্যাম্পেইনারদের যাতে করে শিক্ষিত ও সচেতন হিসেবে গড়ে তুলে আধুনিক, সমৃদ্ধশালী, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে আমাদের এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষণে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মী, যারা সরাসরি ভোট ক্যাম্পেইন ও ভোট প্রার্থনার কাজে জড়িত থাকবে, তারাই অংশগ্রহণ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন