ঝিনাইগাতী উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালিত


গোলাম রব্বানী-টিটু,  (শেরপুর)প্রতিনিধি : সারা দেশের ন্যায় শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে  মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ যথাযোগ্য মর্যাদায়  জাতীয় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রত্যুষে উপজেলা পরিষদ চত্তরে একত্রিশবার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ-সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পস্তবক  অর্পণ শেষে সকল সরকারী, বেসরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত, ব্যক্তি মালিকানাধীন ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ ঘটিকায় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল,  থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি শুরু হয় । পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউট, গালর্স গাইডস, স্কুল, কলেজ, ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ ও শারীরিক কসরত শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া প্রতিযোগীতা,শিশুদের চিত্রাংকন, প্রামান্য চলচিত্র প্রর্দশনী আয়োজন করা হয়। বাদ যোহর জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা করা হয়। পরে স্বপ্নের বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে শীর্ষক আলোচনা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি জাকঁ জমক ভাবে পালন করা হয়েছে। এ সময় বিএনপি সহ সরকারী কর্মকর্তা,রাজনৈতিক ব্যাক্তিবর্গ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা  দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।  উপজেলা নির্বাহী অফিসার জনাব  আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয় । পরে বিকালে স্থানীয় ইস্টেডিয়াম মাঠে সূধি সমাজ বনাম সরকারী কর্মকর্তা ফুটবল খেলা অনুষ্ঠিত হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন