নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি:
টাংগাইলের নাগরপুরে সকল মসজিদের ইমামদের সাথে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শনিবার (২৩ মার্চ), আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে নাগরপুর ইমাম সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিলর অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সন্ধানী লাইফ ইনসুরেন্সের পরিচালক মুজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপপরিচালক মোহাম্মদ আলী, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন, টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. মোস্তাক আহম্মেদ, নাগরপুর থানা কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম আনছারি, নাগরপুর উপজেলার ইমাম সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমাম সমিতির সাধারন সম্পাদক মাও. মো. ইব্রাহিম খান। দোয়া পরিচালনা করেন তেবাড়িয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আ. মালেক। এসময় উপজেলার সকল মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার ৭০৩ জন ইমাম কে নগদ অর্থ প্রদান করা হয়।