Daily News BD Online

টাঙ্গাইলে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে মামাতো ভাইকে খুন



টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নাজমুল হোসেন (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছেন তারই ফুপাতো ভাই মিন্টু মিয়া (৩০)। স্ত্রীর সঙ্গে মামাতো ভাই নাজমুলের ‘পরকীয়া সম্পর্ক’ আছে সন্দেহে তাকে ছুরিকাঘাত করা হয়। সোমবার (২৭ মে) সকালে ঘাটাইলে বাড়ির পাশের মার্কেটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহত নাজমুলের চাচাতো ভাই রাসেল মিয়া জানান, নাজমুল ও মিন্টু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। দুজনই কৃষি কাজ করে সংসার চালান। গত সপ্তাহে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধর করেন মিন্টু। বিষয়টি জানতে পেরে ভাবিকে দেখতে যান নাজমুল। এ সময় ভাবির খোঁজ-খবর নিলে মামাতো ভাই নাজমুলকে জড়িয়ে সন্দেহ তৈরি হয় মিন্টুর। বিষয়টি নিয়ে পারিবারিক কলহ আরও বেড়ে যায়। একপর্যায়ে বাবার বাড়ি গিয়ে মিন্টুর স্ত্রী ডিভোর্স লেটার পাঠিয়ে দেন। এতে নাজমুলের ওপর ক্ষিপ্ত হন মিন্টু।

রাসেল মিয়া বলেন, ‘মিন্টু এলাকায় বলে বেড়াতেন নাজমুলের কারণে তার সংসার ভেঙেছে। সোমবার সকালে বাড়ির পাশের মার্কেটে চা পান করতে যান নাজমুল। সেখানে মিন্টু প্রকাশ্যে ছুরি দিয়ে নাজমুলের পেটে আঘাত করে পালিয়ে যান। এতে নাজমুল মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, অভিযান চালিয়ে দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত মিন্টু মিয়াকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন