Daily News BD Online

অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা



বগুড়ায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে রোমানা শারমিন রুম্মা নামের এক চিকিৎসক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২০ জুন) রাত ১১টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার (১৯ জুন) রাতে নিজ কক্ষে ঘুমের ওষুধ সেবন করেন তিনি।
রোমানা শারমিন বগুড়ার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের সার্জারি বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। তিনি শহরের বৃন্দাবনপাড়া এলাকার মৃত আব্দুল কাউয়ুমের মেয়ে ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সাজেদুল ইসলামের স্ত্রী। তিনি স্বামী ও এক সন্তানসহ বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় বসবাস করতেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন