মানিকগঞ্জে গরুর শিঙের আঘাতে প্রাণ গেলো খামারির


 মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে দুর্গম চরাঞ্চলে গরুর শিঙের আঘাতে জীবন খা (৪৫) নামের এক খামারির মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জুন) সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জীবন খা পেশায় একজন কৃষক ও গরুর খামারি ছিলেন।

আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোরবানির গরু বিক্রি করার জন্য ঢাকার দোহারের জয়পাড়া হাটে যাচ্ছিলেন জীবন খা। পথে হাতিঘাটা এলাকায় ষাঁড়টি তাকে শিং দিয়ে ঘাড়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর এ আলম বলেন, গরুর শিঙের আঘাতে একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন