Daily News BD Online

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উদ্বোধনের পরই দু’পক্ষের সংঘর্ষে পণ্ড হয়ে গেছে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭)। শুক্রবার (১২ জুলাই) বিকেলে উপজেলার তাপ বিদ্যুৎকেন্দ্র মাঠে এই ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। 

জানা যায়, বিকেলে উপজেলার তাপ বিদ্যুৎকেন্দ্র মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) এর উদ্বোধন করা হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল করিম খান সাজু।

উদ্বোধনী খেলা শুরুর আগেই বয়স যাচাই নিয়ে চরচারতলা ইউনিয়ন ও দূর্গাপুর ইউনিয়নের খেলোয়াড় নির্বাচন নিয়ে দু'পক্ষ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। একপর্যায়ে আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ও দূর্গাপুর ইউপি চেয়ারম্যান মো. রাসেল মিয়া বাকবিতণ্ডায় লিপ্ত হন। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষ হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং টুর্নামেন্টের সব খেলা স্থগিত করা হয়। 

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক বলেন, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় আপাতত টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে উভয় পক্ষকে নিয়ে বিরোধ মিটিয়ে দেয়া হয়েছে। 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান, পুলিশ দ্রুত অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন