Daily News BD Online

টাঙ্গাইলে যমুনায় বিলীন হচ্ছে বসতভিটা

 


ভূঞাপুর (টাঙ্গাইল) : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীসহ জেলার সব নদ-নদীর পানি বাড়ছে। ফলে গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি। টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ৯টা থেকে গত বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৪৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার শূন্য (০) দশমিক ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নূরুল আমিন জানান, গত কয়েক দিন ধরে উজান থেকে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে টাঙ্গাইলের যমুনা নদীসহ জেলার অন্য সব নদ-নদীর পানি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এভাবে ভারী বর্ষণ অব্যাহত থাকলে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করবে।
এদিকে, যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী, নিকরাইল, গাবসারা ও অর্জুনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে উপজেলার ভালকুটিয়া, চিতুলিয়াপাড়া, কষ্টাপাড়া, কোনাবাড়ি, পাটিতাপাড়া, বাসুদেবকোল, ভদ্রশিমুল এলাকাসহ আরও বেশ কিছু এলাকার ঘরবাড়ি, বসতভিটা ও ফসলি জমি ভেঙে নদীগর্ভে বিলীন হচ্ছে। এর মধ্যে কিছু স্থানে জিওব্যাগ ফেলা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ বলেন, যমুনা নদীতে কয়েক সপ্তাহ আগে পানি বৃদ্ধির কারণে উপজেলার চিতুলিয়াপাড়া, মাটিকাটা ও পাটিতাপাড়াসহ আরও কিছু এলাকায় ভাঙনের খবর জানতে পারি এবং পরবর্তী সময়ে জেলা পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তরে জানানোসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এরই মধ্যে ভাঙনকবলিত এলাকা বিভিন্ন স্থানে জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। ভাঙনরোধে এই কার্যক্রম চলমান থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন